ঢাকামঙ্গলবার , ১ অক্টোবর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মহেশখালীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

কক্সবাজার ব্যুরো:
অক্টোবর ১, ২০২৪ ১০:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়ন থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ অক্টোবর) ভোরে বড় মহেশখালী ইউনিয়নের পশ্চিম ফকিরাঘোনা এলাকায় একটি পান বরজের পাশে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে জানায় পানবরজ মালিক। পরে মহেশখালী থানা পুলিশ লাশটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে বেশ কয়েকদিন আগে তাকে হত্যা করে লাশটি রেখে গেছে দুর্বৃত্তরা।

বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ বলেন, অজ্ঞাত একটি লাশের খবর পেয়ে লাশটি উদ্ধার করেছে মহেশখালী থানা পুলিশ। সুরতহাল রিপোর্টের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে। লাশের পরিচয় এখনো সনাক্ত করা যায়নি, কে বা কারা এই লাশটি এখানে রেখে গেছে এবং এর পেছনের ঘটনা কি তা খতিয়ে দেখতে কাজ করছে মহেশখালী থানা পুলিশ।

স্থানীয়রা জানায়, ওই লাশের পরনে একটি হলুদ প্যান্ট ছিলো বয়স আনুমানিক ৩০/৩৫, চেহারা বিকৃত হয়ে যাওয়ায় পরিচয় সনাক্ত কঠিন হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।