মাদারীপুরের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ ইয়াসমিন আক্তার কালকিনি থানা পরিদর্শন করেছেন।
সোমবার(৩০ সেপ্টেম্বর)দুপুরে কালকিনি থানা পরিদর্শনে আসেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ ইয়াসমিন আক্তার।
এসময় তাকে ফুল দিয়ে স্বাগত জানান কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ হুমায়ুন কবীর।
পরে কালকিনি থানার পুলিশের একটি চৌকশ দল জেলা প্রশাসককে গার্ড অব অনার প্রদান করেন।
এসময় কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা ও পৌর প্রশাসক(অতিরিক্ত দায়িত্ব) উত্তম কুমার দাশ,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা ইসলাম সহ কালকিনি থানার বিভিন্ন কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
থানা পরিদর্শন শেষে পুলিশকে জনগনের কল্যাণে কাজ করার জন্য প্রয়োজনীয় পরামর্শ দেন নবাগত জেলা প্রশাসক।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।