মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়ন থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ অক্টোবর) ভোরে বড় মহেশখালী ইউনিয়নের পশ্চিম ফকিরাঘোনা এলাকায় একটি পান বরজের পাশে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে জানায় পানবরজ মালিক। পরে মহেশখালী থানা পুলিশ লাশটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে বেশ কয়েকদিন আগে তাকে হত্যা করে লাশটি রেখে গেছে দুর্বৃত্তরা।
বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ বলেন, অজ্ঞাত একটি লাশের খবর পেয়ে লাশটি উদ্ধার করেছে মহেশখালী থানা পুলিশ। সুরতহাল রিপোর্টের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে। লাশের পরিচয় এখনো সনাক্ত করা যায়নি, কে বা কারা এই লাশটি এখানে রেখে গেছে এবং এর পেছনের ঘটনা কি তা খতিয়ে দেখতে কাজ করছে মহেশখালী থানা পুলিশ।
স্থানীয়রা জানায়, ওই লাশের পরনে একটি হলুদ প্যান্ট ছিলো বয়স আনুমানিক ৩০/৩৫, চেহারা বিকৃত হয়ে যাওয়ায় পরিচয় সনাক্ত কঠিন হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত