ঢাকাবুধবার , ২ অক্টোবর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

তাড়াশে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা

রফিকুল ইসলাম তাড়াশ, সিরাজগঞ্জ।
অক্টোবর ২, ২০২৪ ১১:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জের তাড়াশে আসন্ন দুর্গাপূজাকে আনন্দ মুখর ও সার্বজনীন করার লক্ষ্যে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ অক্টোবর ) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে ওই সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুইচিং মং মারমার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. অাসলাম হোসেন, নিমগাছী ক্যাম্প কমান্ডার সার্জেন্ট অাক্তার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা এসএম আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সভাপতি স. ম. আফছার আলী, সাধারণ সম্পাদক এটিএম আমিনুর রহমান টুটুল, তাড়াশ উপজেলা জামায়াতে ইসলামির সেক্রেটারী শাহজাহান আলী, উপজেলা সনাতন সংস্থার সভাপতি তপন কুমার গোস্বামী, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক গোপাল চন্দ্র দাস, তাড়াশ প্রেসক্লাব নেতা অধ্যাপক সাব্বির আহম্মেদ প্রমুখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলায় এবার ৪৫ টি মণ্ডপে দুর্গোৎসব উদযাপনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।
সভায় উপজেলা ও স্থানীয় পর্যায়ের মণ্ডপ কমিটির সঙ্গে সমন্বয় করে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতা থাকার সিদ্ধান্ত গৃহীত হয়।
আগামী ৮ অক্টোবর মহাপঞ্চমী পূজার মাধ্যমে শারদীয় দুর্গোৎসব শুরু হবে এবং ১৩ অক্টোবর বিজয়া দশমীতে প্রতীমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচাইতে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।