ঢাকাবুধবার , ২ অক্টোবর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নাইক্ষ্যংছড়িতে ১১ ও ৩৪ বিজিবির পৃথক অভিযানে সার,গরু,কাঠ ও ইয়াবাসহ আটক-১

Link Copied!

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অভিযানে সার,গরু ও কাঠ জব্দ। অপর দিকে ৩৪ বিজিবির অভিযানে ঘুমধুম সীমান্ত থেকে ২ হাজার ইয়াবা ট‌্যাবলেট ,টমটম গাড়ীসহ এক চোরাকারবারি আটক।

বুধবার (২ অক্টোবর) সকাল ও বিকালে একটানা অভিযান পরিচালনা করে ১১ বিজিবির জোয়ানরা মিয়ানমারে পাচারের সময় ৪ বস্তা সার, মিয়ানমার হইতে বাংলাদেশ আসার পথে একটি বার্মিজ গরু জব্দ করেন। এর পর অবৈধ ১০ পিস কাঠ জব্দ করেছে ।
অপরদিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে অবস্থিত কক্সবাজার ৩৪ বিজিবির অধিনস্থ রেজু পাড়া বিওপির জোয়ানরা চেকপোস্ট বসিয়ে অভিনব কায়দায় টমটম গাড়ীতে করে নেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট,টমটম গাড়ীসহ এক চোরাকারবারিকে আটক করেন। ৩৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল আব্দুল্লাহ আল মাশরুকী  জানান সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে কোন ভাবেই ছাড় দেয়া হবে না।
বিজিবি সূত্রে জানা যায় ১১ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল সাহল আহামদ নোবেল এসির দিকনির্দেশনায় সহকারী পরিচালক আল-আমিন হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে গরু,কাঠ,সার জব্দ করতে সক্ষম হন।

বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল সাহল আহামদ নোবেল এসি জানান, বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি অস্ত্র, মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধ কঠোরহস্তে দমন করা হবে বলে জানিয়েছেন সাংবাদিকদের।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।