ঢাকাবৃহস্পতিবার , ৩ অক্টোবর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে সাত বারের সাবেক সাংসদের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

মো: মামুন অর-রশীদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
অক্টোবর ৩, ২০২৪ ৮:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

 

ঠাকুরগাঁও-২ আসনের সাতবারের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বিশেষ আদালতের বিচারক রহিমা খাতুন ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে বুধবার (২ অক্টোবর) রাত আড়াইটার দিকে সদর রুহিয়া থানার প্রয়াত আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেনের বাসা থেকে দবিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

ঠাকুরগাঁও জেলা আইজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদিন বলেন, আমরা তার জামিনের আবেদনের আপত্তি জানিয়েছি। তিনি সাতবারের এমপি থাকায় অনেক অন্যায় করেছেন। আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন। পরবর্তী সময়ে বাদীপক্ষের আইনজীবী রিমান্ড চাইতে পারেন।
পুলিশ জানায়, গত ৩ সেপ্টেম্বর স্থানীয় ব্যবসায়ী হাবিবুর রহমান বাবলু বাদী হয়ে ১০ কোটি টাকা চাঁদাবজির অভিযোগ এনে দবিরুল ইসলামকে প্রধান আসামি করে ২৮ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা করেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ১১ সেপ্টেম্বর ঢাকার নিকুন্জ এলাকা থেকে গ্রেপ্তার হয় দবিরুল ইসলামের ছেলে সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজনকে।

দবিরুল ইসলাম ১৯৮৬ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর থেকে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ পর্যন্ত তিনি ঠাকুরগাঁও-২ আসনে টানা সাতবার এমপি নির্বাচিত হন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।