ঢাকাবৃহস্পতিবার , ৩ অক্টোবর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়

তাড়াশে নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার

রফিকুল ইসলাম তাড়াশ, সিরাজগঞ্জ।
অক্টোবর ৩, ২০২৪ ১২:০৪ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জের তাড়াশে নাশকতার মামলায় দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জ্ঞানেন্দ্র নাথ বসাকসহ ৬ জনকে আটক করেছে তাড়াশ থানা পুলিশ ও র‍্যাব-১২’র একটি অভিযানিক দল।
বুধবার সকালে নাশকতার মামলায় তাদেরকে দেশীগ্রাম ইউনিয়ন পরিষদ থেকে আটক করা হয়।
আটককৃতরা হলেন দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞানেন্দ্রনাথ বসাক ( ৪৬), একই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি মোঃ সাদ্দাম হোসেন (৪০), ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন (৪৬), ৯ ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম(৪৩), তাড়াশ কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস নাজির উদ্দিন (৩৫), নওগাঁ ইউনিয়ন যুবলীগের সদস্য মো. বাবু হোসেন (৪২) কে আটক করেছে তাড়াশ থানা পুলিশ ও র‍্যাপিড একশন ব্যাটালিয়ন( র‍্যাব)- ১২।

উল্লেখ্য : ২০১৮ সালে ১১ সেপ্টেম্বর একাদশ জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থী ও সিরাজগঞ্জ-৩ আসনের চার বারের নির্বাচিত সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী প্রচারণা চলাকালে, তার গাড়ি বহরে হামলা, ভাঙচুর ও হত্যা চেষ্টায় এ মামলায় তাদের আটক করা হয়েছে।

এ ব্যাপারে র‍্যাব-১২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার( বিএন) এম আবুল হাসান সবুজ জানান, নাশকতার মামলায় তাদেরকে দেশীগ্রাম ইউনিয়ন পরিষদ থেকে আটক করা হয়েছে।
এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, আটকের পর পুলিশে সোপর্দ করলে বৃহস্পতিবার সকালে আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।