ময়মনসিংহের মুক্তাগাছায় শতভাগ পদোন্নতিসহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যোগ্যতা ও ন্যায্যতার আলোকে ১০ম গ্রেড এবং প্রধান শিক্ষকদের ৯ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসুচী পালন করেছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। পরে তারা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন।
বৃহস্পতিবার বিকাল ৪টায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচিতে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা অংশ গ্রহন করেন। এতে অন্যান্যের মধ্যে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক মো. কারুজ্জামান কামাল, প্রধান শিক্ষক রফিকুল আলম মানিক, সহকারী শিক্ষক মাহবুবুর রহমান, আশরাফ আলী কামরুল, মো. বরকত উল্লাহ, মো. খাইরুল আলম, হাবিবুর রহমান, আশরাফুন নাহার লিপি, রুমা রুগা, মুকুল রায়, জহিরুল ইসলাম, আশিকুজ্জামান, মিনারুল হক প্রমুখ বক্তব্য রাখেন।
আয়োজিত মানববন্ধনে বক্তারা দ্রæত তাদের যৌক্তিক দাবী মেনে নেয়ার দাবী জানান।