ঢাকাবৃহস্পতিবার , ৩ অক্টোবর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

লংগদুতে অবৈধ করাতকলের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের জরিমানা

রাঙামাটি প্রতিনিধিঃ
অক্টোবর ৩, ২০২৪ ২:১৮ অপরাহ্ণ
Link Copied!

রাঙামাটির লংগদুতে অবৈধ করাত কলের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার উপজেলার বাইট্টাপাড়া এলাকায় অবৈধ এসব করাত কলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন, লংগদু উপজেলা নির্বাহী অফিসার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ।

ভ্রাম্যমান আদালতের এই অভিযানে তিনজন মালিক কে যথাক্রমে ১০, ৫ ও ৪ হাজার টাকা হারে জরিমানা আদায় করাসহ অবৈধ ১টি করাত কল সিলাগালা করা হয়।

অভিযানে এলাকার মামুন, কামাল মিয়া ও রফিক হোসেনের করাত কলের বৈধ কাগজপত্র না থাকায় মোট ১৯হাজার টাকা জরিমানা এবং কাউকে না পেয়ে শহর আলীর করাত কল সিলগালা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন জানান, অবৈধ করাত কলের বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছি। আজ ৩টি করাত কলে আর্থিক জরিমানা ও ১টিতে সিলগালা করে দেওয়া হয়েছে। আগামীতে এই অভিযান অব্যাহত থাকবে।

বন বিভাগের উল্টাছড়ি রেঞ্জ কর্মকর্তা মাহাবুব উল আলম জানিয়েছে, আগামী এক মাসের মধ্যে সকল করাত কল নিবন্ধনের আওতায় আনতে সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়েছে। আমরা দীর্ঘদিন যাবৎ চেষ্টা করেছি যাতে করাত কল গুলো লাইসেন্স এর আবেদন করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।