আগস্ট মাসে কক্সবাজারে বিএনপি অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনায় শহর যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
গত বুধবার (২ অক্টোবর) রাতে কক্সবাজার সদর থানা পুলিশ শহরের রুমালিয়ারছড়া এলাকা থেকে শেফায়েত কামাল সৌরভ নামে ওই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করে। পরদিন তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান জানান, গত আগস্টে বিএনপি অফিসে হামলা ও ভাঙচুরের মামলায় শেফায়েত কামাল সৌরভকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, সৌরভের বিরুদ্ধে এই ঘটনায় জড়িত থাকার পর্যাপ্ত প্রমাণ পাওয়া গেছে।
এদিকে, সৌরভের গ্রেপ্তারের পর থেকে তার বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের শাসনামলে নিজের দলীয় পদের অবস্থানকে কাজে লাগিয়ে তিনি ইয়াবাসহ নানা অপকর্মে লিপ্ত ছিলেন। এছাড়া, গত আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অস্ত্র ও অর্থ যোগানদাতা হিসেবেও তার নাম উঠে এসেছে। তবে এই বিষয়ে সরাসরি কোনো প্রমাণ পাওয়া যায়নি।
এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই সৌরভের গ্রেপ্তারকে স্বাগত জানিয়েছেন। তাদের দাবি, সৌরভ দীর্ঘদিন ধরে এলাকায় অশান্তি সৃষ্টি করে আসছিলেন। অন্যদিকে, সৌরভের সমর্থকরা তার বিরুদ্ধে উঠে আসা অভিযোগগুলোকে মিথ্যা বলে দাবি করেছেন।