‘শিক্ষকের কণ্ঠস্বর,শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ এ প্রতিপাদ্য সামনে রেখে সারাদেশের ন্যায় মাদারীপুরের কালকিনিতে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার(৫ অক্টোবর)সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।র্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।পরে সম্মিলিত উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কালকিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশ্রাফুজ্জামানের সভাপতিত্বে
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা ও পৌর প্রশাসক(অতিরিক্ত দায়িত্ব) উত্তম কুমার দাশ।
এসময় উপস্থিত ছিলেন কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমীর প্রধান শিক্ষক বিএম হেমায়েত হোসেন,কালকিনি সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃখলিলুর রহমান সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।
উল্লেখ্য,১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বিশ্ব শিক্ষক দিবস’ পালন করা হয়।