মাদারীপুরের কালকিনিতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে বিনামূল্যে ২ মাস ব্যাপী “জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস” (হাউজ ওয়্যারিং) বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
শনিবার(৫ অক্টোবর) দুপুরে কালকিনি স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টারের হলরুমে এ কোর্সটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
কালকিনি স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টারের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা ও পৌর প্রশাসক(অতিরিক্ত দায়িত্ব) উত্তম কুমার দাশ।
উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টারের উদ্যোগে বিনামূল্যে বেকার যুবক ও বিদেশগামী তরুণদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলতে দুইমাস ব্যাপী ”জেনারেল ইলেক্ট্রিক্যাল ওয়ার্কস” কোর্সটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মাহবুবা ইসলাম, প্রশিক্ষক প্রণব শিকদার সহ কোর্সটিতে অংশগ্রহনকারী শিক্ষার্থীবৃন্দ।