নানা আয়োজনের মধ্যোদিয়ে “শিক্ষকের কণ্ঠস্বর:শিক্ষার নতুন সামাজিক অঙ্গীকার প্রতিপাদে বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ পালন করা হয়েছে। শনিবার (০৫ অক্টোবর) সকালে দিবসটি পালনে জেলা প্রশাসন কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণ্যাঢ্য র্যালী বের হয়।র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক অতিক্রম করে যথাস্থানে শেষ হয়।পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ইশরাত ফারজানার সভাপতিত্বে পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আবু বক্কর ছিদ্দিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহীন আকতার। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমাম গাজ্জালী সহ অন্যান্য শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন।
এ সময় অন্যানের মধ্যে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহিন,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান, জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভায় শিক্ষকরা তাদের নানা দাবী দাবা তুলে ধরে বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধিরা।