সভাপতি মীর জিল্লুুর রহমান ও সাধারণ সম্পাদক মোস্তফা
বালিয়াডাঙ্গীতে সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত কল্যাণ সংস্থা নামে একটি সমিতির অাত্মপ্রকাশ হলো।
আজ দুপুরে সমিতির উদ্ধোধন উপলক্ষ্যে মীর ফ্যাসনের দ্বিতীয় তলায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড.সৈয়দ আলম, সেনাবাহিনীর ক্যাপটেন নাঈম,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড.আবেদুর রহমান,জামায়াত নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী শেখ ও ইলিয়াস আলী প্রমুখ।
আলোচনা শেষে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মীর মো.জিল্লুর রহমানকে সভাপতি ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য গোলাম মোস্তফাকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি গঠন করা হয়।
এসময় বালিয়াডাঙ্গী উপজেলার অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এ কমিটি গঠনের মধ্যদিয়ে বালিয়াডাঙ্গী উপজেলার অবসবপ্রাপ্ত সেনা সদস্যরা ঐক্যবদ্ধভাবে থাকার সুযোগ তৈরী হলো বলে সংস্থার সভাপতি জানান।।