ফরিদপুরের ভাঙ্গায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করছে ভাঙ্গা থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদের দুজনকে গ্রেফতার করা হয়। এরপর শনিবার দুপুরে তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
আটক ডাকাতেরা হল, ভাঙ্গা উপজেলার পৌর এলাকার পশ্চিম হাসামদিয়া গ্রামের ওবাইদুল মিয়ার পুত্র সাকিব মিয়া(৩০) ও পুর্ব হাসামদিয়া গ্রামের আক্কাস আলী শেখের পুত্র জুনায়েদ শেখ(২৫)।
এ ব্যাপারে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোখছেদুর রহমান বলেন, গত ২ সেপ্টেম্বর রাতে নওপাড়া এলাকায় একটি ডাকাতির ঘটনা ঘটে। এরপর পুলিশ তথ্য প্রযুক্তি সহায়তায় শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য সাকিব ও জুনায়েদকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ৪/৫টি ডাকাতি মামলা সহ ছিনতাই, চুরির একাধিক মামলা রয়েছে। শনিবার বিকেলে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত