মহেশখালী উপজেলার কালারমার ছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহ গ্রামে বাংলাদেশ নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের দেওয়া শহীদ তানভীর সিদ্দিকীর নবনির্মিত ঘরে ‘বীর নিবাস’ হামলা করেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এসময় তারা কালারমার ছড়া ইউনিয়ন বিএনপির অফিস ও তানভীর সিদ্দিকীর পারিবারিক ব্যবসায়িক প্রতিষ্ঠানেও ভাংচুর ও তাণ্ডব চালায়।
শনিবার (০৫ অক্টোবর) রাত ১১ টার দিকে কালারমার ছড়া বাজার এবং মোহাম্মদ শাহ ঘোনা গ্রামের শহীদ তানভীর সিদ্দিকীর বাড়িতে এ হামলা চালানো হয়।
স্থানীয়রা জানান, রাত আনুমানিক ১১ টার দিকে কালারমার ছড়া ইউনিয়নের ফকিরজুম পাড়া গ্রাম থেকে প্রায় শতাধিক আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশি বিদেশি অস্ত্র নিয়ে প্রথমে ছাত্র আন্দোলনে শহীদ তানভীর সিদ্দিকীর নবনির্মিত বীর নিবাসে হামলা চালায়। পরে এলাকাবাসী তাদের প্রতিরোধ করলে তারা কালারমার ছড়া বাজারে গিয়ে তানভীর সিদ্দিকীর পরিবার এবং স্থানীয় ব্যবসায়ীদের ব্যবসায়িক প্রতিষ্ঠান ভাংচুর চালায়।