বরগুনার আমতলীতে জমি জমা বিরোধকে কেন্দ্র করে বোনের বাসায় আপন ভাইয়ের ডাকাতি। হাত পা বেধে নগদ ১ লক্ষ টাকা ও ৩ টা চেইন, কানের দুল তিন জোড়া, হাতের আন্টি ১টি,রুপার নুপুর ১জোড়া সহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যাওয়ার অভিযোগ করেন উত্তর আমরাগাছিয়া গ্রামের ইব্রাহিম মোল্লার স্ত্রী আকলিমা বেগম।
আকলিমা বেগম জানান ডাকাতদল নগদ ১ লক্ষ টাকা ও ৩ টা চেইন, কানের দুল তিন জোড়া, হাতের আন্টি ১টি, রুপার নুপুর ১জোড়া সহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে ৫ অক্টোবর শনিবার দিবাগত রাত ২টার দিকে।
জানাগেছে, উপজেলার কুকুয়া ইউনিয়নের উত্তর আমরাগাছিয়া গ্রামের
৫ অক্টোবর শনিবার দিবাগত রাতে মুখোশধারী ১০/১২ জনের রাত ২ টার দিকে ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করেন। হাত পা বেধে ধরালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন মোঃ আবদুল আউয়াল২৩, তানজিলা২০ ও সাহলম পাহলান সহ ঘরের সকলকে জিম্মি করে। সুকেজ ও ট্রাঙ্ক ভেঙে নগদ ১ লক্ষ টাকা, ৩ টা চেন, কানের দুল ৩ জোরা, হাতের আন্টি ১টি, রুপার নুপুর ১জোড়া সহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়।
খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থানে আসলে ডাকাত দল পালিয়ে যায়।
জামাতা সাহাআলম বলেন, মুখোশধারী ১০/১২ জনের ডাকাতদল ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে সবাইকে জিম্মি করে। নগদ ১ লক্ষ টাকা,৩ টা চেন, কানের দুল ৩ জোড়া, হাতের আন্টি ১টি রুপার নুপুর ১জোরা সহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গেছে।
তিনি আরো বলেন, মুখোশধারীরা হলেন
পাশের গ্রামের ইব্রাহিম মোল্লার ছেলে আবুবকর মোল্লা, হাতেম গাজীর ছেলে মোঃ মুজিবর মোল্লা, হাবিব হাওলাদারের ছেলে জাহাঙ্গীর হাওলাদার, সহ ১০/১২ জন।
আমতলী থানার ওসি আরিফুর রহমান বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।