ঢাকামঙ্গলবার , ৮ অক্টোবর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কুয়াকাটায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

Link Copied!

জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধায় নিজস্ব কার্যালয় কুয়াকাটা পৌর বিএনপির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সভাপতি আঃ আজিজ মুসুল্লীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি জসিম উদ্দিন বাবুল, সাধারণ সম্পাদক মতিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন ঘরামী, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদুর রহমান সোহেল, দপ্তর সম্পাদক আবু বক্কর সিদ্দিক, কৃষক দলের সভাপতি খন্দকার আলী হোসেন,যুব দলের সভাপতি সৈয়দ মোহাম্মদ ফারুক, ছাত্র দলের আহবায়ক যুবায়ের আহমদ রিয়াজ খান প্রমুখ। সভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের কয়েকশত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জন্মদিনের আলোচনা সভায় বক্তারা বলেন, ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও তাদের দোষররা এখনো বহাল তবিয়্যতে রয়েছে। তারা দেশে বিদেশে বসে নানা ষড়যন্ত্র করছে। গুম ও গনহত্যার মুল হোতা শেখ হাসিনাকে দেশে এনে বিচার করতে হবে।

এ সময় বক্তারা যুবদল, ছাত্রদল, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপিকে নিয়ে একটি পক্ষ ষড়যন্ত্র করছে। তাদের এ ষড়যন্ত্র শক্ত হাতে মোকাবেলা করতে হবে।
নেতাকর্মীদের বলেন,
দলের ভিতরে বিবেধ সৃষ্টি না করে সকল মতভেদ ভুলে গিয়ে কেন্দ্রীয় নেতা এবিএম মোশাররফ হোসেনের নির্দেশনা অনুযায়ী কাজ করার আহবান জানান তারা।

আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।