স্বাস্থ্যকর সু-খাদ্য নিশ্চিত করণে কুয়াকাটায় জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় হোটেল গ্রেভার ইন সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি করণ প্রকল্প বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃপক্ষ, খাদ্য মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল ইসলাম। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সদস্য বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃপক্ষ ও প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মোঃ দিদারুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ আবু রায়হান, কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশন সাধারণ সম্পাদক এম এ মোতালেব শরীফ প্রমুখ।
কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করেন নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা প্রকল্পের কনসালটেন্ট প্রকিউরমেন্ট ও বাস্তবায়ন ড. শেখ নুরুল আমিন। কর্মশালা পরিচালনা করেন কলাপাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান খান।
কর্মশালায় ভেজাল ও দূষণমুক্ত বিশুদ্ধ এবং স্বাস্থ্যসম্মত নিরাপদ খাদ্য নিশ্চিত করণ, ২০১৩ সালে গঠিত খাদ্য নিরাপত্তা আইন মেনে চলার জন্য সকলকে আহবান জানানো হয়।
কর্মশালায় গণমাধ্যম কর্মী, চিকিৎসক, বিভিন্ন আবাসিক হোটেল মোটেল,রেস্তোরাঁ,স্ট্রিট ফুড ভেন্ডার, পর্যটন নির্ভর ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন শ্রেণি পেশার শতাধিক মানুষ অংশ নেয়।
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত