ঢাকাবৃহস্পতিবার , ১০ অক্টোবর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা-বরিশাল মহাসড়কের কুন্ডুবাড়ি এলাকা হতে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

রকিবুজ্জামান মাদারীপুর
অক্টোবর ১০, ২০২৪ ৪:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

মাদারীপুরের কালকিনি উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের কুন্ডু বাড়ি নামক স্থান হতে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।ধারনা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় ঐ ভ্যান চালক নিহত হয়েছে। গতরাতে এ ঘটনাটি ঘটে।
আজ বৃহস্পতিবার(১০ অক্টোবর) সকালে স্থানীয়রা এসে লাশ উদ্ধার করে।

নিহত ভ্যানচালকের নাম মোঃ হান্নান কবিরাজ। তিনি ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের দক্ষিণ ধূয়াসার গ্রামের মৃত আজিজ কবিরাজের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়,নিহত হান্নান কবিরাজ পেশায় একজন ভ্যানের গ্যারেজ মেকানিক। ।সারাদিন কাজ করে রাতের বেলা বাড়তি উপার্জনের জন্য তিনি ভ্যান চালাতেন। গতরাতে ভ্যান নিয়ে বের হলে ঢাকা-বরিশাল মহাসড়কের কুন্ডু বাড়ি নামক স্থানে কোন একটি গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি সড়ক থেকে সিটকে পার্শ্ববর্তী পুকুরে পড়ে যান। এ সময় মাথায় গুরুতর আঘাত পাওয়ায় তিনি আর পুকুর থেকে উঠতে পারেননি। পরবর্তীতে সকালে স্থানীয়রা পুকুরের ভিতরে ভ্যানটি পড়ে থাকতে দেখে সেটা উদ্ধার করতে গেলে নিহতের লাশ দেখতে পান। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ হুমায়ুন কবীর ঘটনাটি নিশ্চিত করে জানান,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।