নবাগত আমতলী থানার অফিসার ইনচার্জের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আমতলী সাংবাদিক ফোরামের। গতকাল (৯ অক্টোবর) বুধবার রাত ৯ টায় আমতলী থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ আরিফুল ইসলামের সাথে ফুলের শুভেচ্ছা বিনিময় ও সাক্ষাৎ করেন আমতলী সাংবাদিক ফোরামের সদস্যবৃন্দরা।
গণমাধ্যম কর্মীরা অফিসার ইনচার্জ মোঃ আরিফুল ইসলামের কাছে পরিচয় জানতে চাইলে মোঃ আরিফুল ইসলাম নিজেকে সৎ ও সাহসী পুলিশ অফিসার হিসেবে দাবি করেন।
বর্তমান পরিস্থিতিতে আপনি কি কি উদ্যোগ নিয়ে কাজ করতে চান এই প্রশ্নে অফিসার ইনচার্জ মোঃ আরিফুল ইসলাম বলেন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এই পূজা যাতে সুষ্ঠু সফলভাবে সমাপ্তি হয় তাই প্রতিটি পূজা মন্ডবে গিয়ে পরিদর্শন করা হয়েছে যাতে কোন দুর্ঘটনা না ঘটে।
তিনি আরো বলেন, দুর্গাপূজার পরে বর্তমান সরকারের মধ্য দিয়ে যে নির্বাচনটি দেওয়া হবে তা যেন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে হয় এই বিষয়গুলো নিয়ে আমরা সরকারের নির্দেশ মেনে কাজ করতে চাই ।
গণমাধ্যমকর্মীরা অফিসার ইনচার্জকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানান। যাতে করে যুব সমাজ ধ্বংস না হয়ে যায়। এবং যারা মাদক ব্যবসায়ী আছে তাদেরকে ধরার জন্য যেন কঠোর অভিযান চালানো হয়।
এ বিষয়ে অফিসার ইনচার্জ মোঃ আরিফুল ইসলাম সকল গণমাধ্যম কর্মীদের সাহায্য ও সহযোগিতা করার অনুরোধ জানান।