প্রিয় নন্দিনী,
হাসান মনজু
আজ তুমি জীবনের নতুন পথে,
বিম্বিসার ছেড়ে প্রেমের বন্দরে,
আবছায়া ফেলে আলোর জগতে,
কতো বদলে গেছো অগোচরে
আজ দু’চোখে সুখ স্বপ্নের নেশা,
হাতে লাল মেহেদির কারুকাজ;
ছুঁয়েছিলো যে অহর্নিশ হামেশা,
তার দুচোখে ব্যথার কোলাজ
আজ বিষাদময় শিবের সন্তুর,
চারকোল বর্ণে ঢাকা সকাল,
চৌরাশিয়ার বাঁশিতে বিদায়ী সুর,
মেঘেঢাকা নিভু নিভু রং মশাল
আজ দুঃখের ফেরিওয়ালা শহরময়,
খুঁজে মরে কোথাও নন্দিনী নাই,
দুঃখরা জমে জমে বাষ্প হয়,
কান্নার সুরে বিসমিল্লাহর সানাঈ
আজ মেঘে ঢাকা নীল আকাশ,
অচেনা বিমুর্ত বনলতা সেন,
মুখোমুখি বসিবার নেই অবকাশ,
মিটে গেছে জীবনের সব লেনদেন
এসেছে নতুন এক আগন্তুক,
দিশাহারা জীবনানন্দর নাবিক,
চৌচির হয়েছে ভেঙে তার বুক,
আজ আমার মন খারাপের তারিখ…
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।