ঢাকাবৃহস্পতিবার , ১০ অক্টোবর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির বিরুদ্ধে ৪০ কোটি টাকার চাঁদাবাজির অভিযোগ ইসলামী আন্দোলন বাংলাদেশের

Link Copied!

পটুয়াখালীর কলাপাড়া-রাঙ্গাবালীতে ৫ আগষ্টের পর থেকে বিএনপি’র চাঁদাবাজি, দখল বানিজ্য, মামলা বানিজ্যের ফিরিস্তি তুলে ধরে সংবাদ সম্মেলন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহীদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রায় ৪০ কোটি টাকার চাঁদাবাজির ফিরিস্তি তুলে ধরেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি মুফতি মাওলানা মো. হাবিবুর রহমান। এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের অর্ধশত নেতা-কর্মী সহ স্থানীয় গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে মাওলানা মুফতি মো. হাবিুবর রহমান বলেন, ’৫ আগষ্টের পর থেকে কলাপাড়ায় চাঁদাবাজির হাত বদল হয়েছে। শহরের চৌরাস্তা ইজারা বিহীন মাছ বাজার থেকে প্রতিদিন ৭ হাজার ৫’শ টাকা চাঁদা উত্তোলন করা হচ্ছে। চাঁদাবাজ চক্রের কাছ থেকে এক বছরের জন্য ২৭ লক্ষ ৩৭ হাজার ৫’শ টাকার বিনিময়ে ইজারা নিয়েছে চাঁদা উত্তোলন কারী। উপজেলার কাঠাঁলপাড়া স্লুইজ থেকে প্রতিদিন ৩০ হাজার টাকা করে এক বছরের জন্য ১ কোটি ৯৫ লক্ষ টাকা চাঁদাবাজি হয়েছে। টিয়াখালী ইউনিয়নের ৬টি স্লুইজ থেকে চাঁদাবাজরা এক বছরের ইজারায় ১ কোটি ২৭ লক্ষ টাকা চাঁদা উত্তোলন করেছে। নীলগঞ্জ ইউনিয়নের ১৩ স্লুইজ থেকে ৭ কোটি ২০ লক্ষ, বালিয়াতলির ১২টি স্লুইজ থেকে ১ কোটি, ধানখালীর ১টি স্লুইজ থেকে ২ লক্ষ ৫০ হাজার, চম্পাপুরের ১টি স্লুইজ থেকে ২ লক্ষ ৫০ হাজার ও মহিপুর ইউনিয়নের ৬টি স্লুইজ থেকে এক বছরের ইজারায় ১ কোটি টাকার চাঁদাবাজি হয়েছে।’

লিখিত বক্তব্যে মুফতি হাবিব আরও বলেন,’৫ আগষ্টের ২-১ দিন পর তাপবিদ্যুত কেন্দ্র থেকে ৩০ কোটি টাকার সম্পদ লুট করেছে চাঁদাবাজ চক্রটি। কলাপাড়া মুক্তিযোদ্ধা ভবন দখল করে ব্যক্তিগত অফিস, ফেরিঘাটে দুই হাজার স্কয়ার ফিট জায়গা দখল করে বহুতল ভবন নির্মানের কাজ করা হচ্ছে। মামলার ভয় দেখিয়েও চলছে চাঁদাবাজি। হোন্ডা দুর্ঘটনায় নিহত জিয়াউর রহমানকে ভিকটিম সাজিয়ে কলাপাড়া থানায় হত্যা মামলা দায়ের করে নিরাপরাধ ব্যক্তিদের মামলায় ফাঁসানো হচ্ছে।’

মুফতি হাবিব বলেন, ’রাঙ্গাবালি উপজেলার মৌডুবী ইউনিয়নের জাহাজমারা সংলগ্ন চরবগলা স্লুইজগেট দখল করতে গিয়ে বিএনপি’র দু’গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। উক্ত স্লুইজ থেকে ১ কোটি ৫০ লক্ষ টাকা চাঁদা উত্তোলন করেছে।’

এ বিষয়ে কলাপাড়া উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান চুন্নু বলেন, ’মাওলানা হাবিবের সংবাদ সম্মেলনের বক্তব্য অসত্য, উদ্দেশ্য প্রনোদিত, মনগড়া ও ভিত্তিহীন। তিনি আওয়ামীলীগের দোসর। আওয়ামীলীগ তাকে দিয়ে বিএনপি’র বিরুদ্ধে এসব অপপ্রচার চালাচ্ছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।