ভালুকায় মাদরাসা শিক্ষককৃতক ৯বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ। ভালুকা উপজেলা মল্লিকবাড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কফি শপ সংলগ্ন তুহ্ফাতুল জান্নাত মহিলা মাদরাসায় এই ঘটনাটি ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে এই ঘটনাটি ঘটে।অভিযোক্ত মাওলানা রুকন মিয়া, পানিবান্দা পাঁচ গাও গ্রামের বাসিন্দা।
মাদরাসার পরিচালক শাহজাহান মিয়ার সম্পর্কে ভাতিজা হওয়ায় বিষয়টি একজন প্রভাবশালী নেতার ভাইয়ের মাধ্যমে ধামা চাপা দেওয়া হয়।ভুক্তভোগী মেয়েটির বাসা উপজেলা মেদুয়ারী ইউনিয়ন বরাইদ গ্রামে।তবে স্থানীয় বিএনপির প্রভাবশালী নেতার মাধ্যমে বিষয়টি ধামাচাপার পর থেকে হজুর রুকন মিয়াকে আর মাদ্রাসায় দেখা যায়নি।
স্থানীয়রা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে এর আগের বিভিন্ন অপ্রীতিকর ঘটনার জন্ম দেয়ার অভিযোগ জানায়। স্থানীয় জনগণ এইরকম ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে তার জন্য দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।