শৈলকুপায় শারদীয় দুর্গা পুজা ঘিরে মন্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দ। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে দূর্গা পূজা উদযাপন ও সার্বিক বিষয়ে খোঁজ খবর নিতে পুজা মন্ডপ পরিদর্শন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির খুলনা বিভাগীয় কমিটির নেতা সহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
শুক্রবার সারাদিন শৈলকুপার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দরা এসময় বকশিপুর বাজারের শ্রীশ্রী বকশিপুর দূর্গা মন্দির, যুগনী উত্তর পাড়া শ্রীশ্রী সর্বজনীন দূর্গা মন্দির, নিত্যানদপুর শ্রীশ্রী দূর্গা মন্দির,আবাইপুর শ্রীশ্রী দূর্গা মন্দির,রয়েড়া দূর্গা মন্দির মন্ডপ পরিদর্শন করেন।
এসময় জাতীয়তাবাদী দল বিএনপি ঝিনাইদহ জেলা শাখার উপদেষ্টা মন্ডলির সদস্য সাবেক সভাপতি শৈলকুপা উপজেলা যুবদলের মোঃ মনিরুল ইসলাম হিটু সহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
মন্ডপ পরিদর্শনকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু পুজা উদযাপন কমিটি ও দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কথা বলেন এবং সার্বিক নিরাপত্তার বিষয়ে খোঁজ খবর নেন।