দুর্গাপূজায় পূঁজারীরা পূজা করবেন,রাজনৈতিক কর্মীরা আগামী কয়েকদিন ব্রিগেড তৈরী করে ভ্যানগার্ডের মতো যে কোন ধরনের অপশক্তি মোকাবেলায় প্রস্তুত থাকবেন- ঝিনাইদহে পূঁজামন্ডপ পরিদর্শনে অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান
‘ আমরা বিশ্বাস করি ধর্ম যার যার উৎসব সবার, দুর্গাপূজায় পূঁজারীরা পূজা করবেন, রাজনৈতিক কর্মীরা আগামী কয়েকদিন ব্রিগেড তৈরী করে ভ্যানগার্ডের মতো যে কোন ধরনের অপশক্তি মোকাবেলায় প্রস্তুত থাকবেন’ ।
অ্যাটর্নি জেনারেল বিভিন্ন পূঁজামন্ডপ পরিদর্শনের সময় এসব কথা বলেন ।
তিনি বলেন, ‘অসাম্প্রদায়িক বাংলাদেশের চিত্র আমরা বহাল রাখতে চায়, আমরা চায় না দেশের পূঁজা উৎসবে কোন ধরনের বিশৃঙ্খলা হোক,যে যত বড়ই হোন না কেন মনে রাখবনে আইনের হাত তার থেকেও বড়’।
অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান সন্ধ্যা ৭টার দিকে শৈলকুপার মধ্যপাড়া রামবাবুর মন্দির, নগরপাড়া মন্দির, কবিরপুর সার্বজনীন দুর্গামন্দির সহ স্থানীয় কয়েকটি মন্দিরে গিয়ে পূঁজামন্ডপ পরিদর্শন করেন । এসময় শৈলকুপা পূঁজা উদযাপন পরিষদের ধর্মীয় নেতৃবৃন্দ, পূজারী সহ নানা শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন ।
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত