ঢাকাশনিবার , ১২ অক্টোবর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

রহনপুর রেলস্টেশন পরিদর্শনে রেল মন্ত্রণালয়ের যুগ্মসচিব তৌফিক ইমাম

মাসুদ রানা রাজশাহী:
অক্টোবর ১২, ২০২৪ ১:৩৫ অপরাহ্ণ
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করলেন রেলপথ মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন অধিশাখা ১) মো: তৌফিক ইমাম।
১২ অক্টোবর শনিবার বিকেল তিনটায় রহনপুর স্টেশনে আগমন করলে যুগ্ম সচিব কে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত আনজুম অনন্যা।
পরে তিনি রেলওয়ে স্টেশনের পরিষ্কার-পরিচ্ছন্নতা পর্যবেক্ষণ, টিকিট বিক্রি কার্যক্রম মনিটরিং ও স্টেশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়া তিনি ব্যবসায়ী ও স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গেও কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন নাচোল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান, পশ্চিমা রেলের (রাজশাহী) সহকারী প্রকৌশলী এ এম রিয়াদুল ইসলাম, রহনপুর রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মামুনুর রশিদ, রহনপুর স্টেশনের এ এস আই কাওসার সহ আরো অনেকে।
পরিদর্শনকালে যুগ্মসচিব তৌফিক ইমাম বলেন উন্নয়নতো জনগনের জন্য,তাই রেলস্টেশনের উন্নয়নের প্রয়োজন। তিনি রেলস্টেশন পরিষ্কার পরিচ্ছন্নতা সহ অন্যান্য বিষয়ে তিনি পরিদর্শনে এসেছেন।
রহনপুর রেলস্টেশন সংলগ্ন জায়গায় উচ্ছেদের ব্যাপারে ব্যবসায়ী নেতা আশরাফুল হক আশরাফ যুগ্মসচিবকে অবহতি করলে তিনি জানান রেলওয়ে পশ্চিম অঞ্চলের জিএম সাহেব স্টেশন পরিদর্শনে আসবেন তিনি এসে ফোন করে প্রতিবেদন দিলে তারই পরিপ্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। পর্যায়ক্রমে রহনপুর স্টেশনের উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাবেন বলে তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।