ঢাকারবিবার , ১৩ অক্টোবর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নানিয়ারচর জোন অধিনায়কের পূজা মন্ডপ পরিদর্শন

রাঙামাটি প্রতিনিধিঃ
অক্টোবর ১৩, ২০২৪ ৮:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

রাঙামাটির নানিয়ারচরে শ্রীশ্রী জগন্নাথ মন্দিরে শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষ্যে মন্ডপ পরিদর্শন করেছেনে সুদক্ষ দশ (১০ বীর) অধিনায়ক।

শনিবার (১২ই অক্টোবর) সন্ধ্যায় স্বপরিবারে পূজা মন্ডপ পরিদর্শন করেন, নানিয়ারচর জোন অধিনায়ক লে. কর্ণেল তামজিদুর রহমান চৌধুরী, পিএসসি।

এসময় ১৭ই ইষ্ট বেঙ্গল অধিনায়ক লে. কর্ণেল তানভির আহমদ সাদী (পিএসসি), নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমুল এহসান খান, থানার অফিসার ইনচার্জ নাজির আলম, নানিয়ারচর ইউপি চেয়ারম্যান বাপ্পি চাকমা, মন্দির পরিচালনা কমিটির সভাপতি অষোক তালুকদার, সাবেক সভাপতি নারায়ণ সাহা, ইউপি সদস্য প্রিয়তোষ দত্তসহ সেনা, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

জোন অধিনায়ক ও নির্বাহী অফিসার এসময় পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তা বিষয়ে খোঁজ খবর নেন। শান্তি-সম্প্রীতি বজায় রেখে উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে শারদীয় দুর্গা পূজা উদযাপনে পাশে থাকারও আশ্বাস দেন তারা।

এবিষয়ে জোন অধিনায়ক জানান, পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সম্প্রীতির বিকল্প নেই। সাম্প্রদায়িক সম্প্রীতি ও আধুনিক শিক্ষাই পারে পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে। নানান সম্প্রদায়ের ভিন্ন ভিন্ন উৎসব পাহাড়ের সৌন্দর্য কে বাড়িয়েছে বহুগুণে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।