ঢাকাসোমবার , ১৪ অক্টোবর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বাউফলে স্বামীর বিশেষ অঙ্গ কেটে স্ত্রীর পলায়ন

মো. দুলাল হোসেন(বাউফল প্রতিনিধি) :
অক্টোবর ১৪, ২০২৪ ৫:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

পটুয়াখালী বাউফলে পারিবারিক দ্বন্দ্বের জেরে স্বামীর প্রতি ক্ষিপ্ত হয়ে স্বামীর বিশেষ অঙ্গ কেটে পালিয়েছেন স্ত্রী। পরে আহত স্বামীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রোববার (১৩ অক্টোবর) উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধানদী গ্রামে এই ঘটনা ঘটে। আহত স্বামীর নাম শাকিল হাওলাদার (২৫)। তিনি ওই গ্রামের রফিক হাওলাদারের ছেলে।
শাকিলের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাকিল হাওলাদারের স্ত্রীর নাম সাথী আক্তার (২২)। তিনি একই ইউনিয়নের ছোট ডালিমা গ্রামের ইউনুসের মেয়ে। প্রায় এক বছর আগে সাথী আগের স্বামীর বাড়ি থেকে পালিয়ে এসে গোপনে শাকিলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন । বিয়ের পর থেকে তাদের দুজনের মধ্য দ্বন্দ্ব চলে আসছিল। প্রায়ই তাদের মধ্যে পাল্টাপাল্টি মারধরের ঘটনা ঘটেছে। এ নিয়ে একাধিকবার আপোষ মিমাংসার জন‍্য সালিশ হয়। সর্বশেষ শনিবার রাতে তাদের ঝগড়া হয়। রোববার রাতে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে পালিয়ে যান স্ত্রী।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, এমন কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।