মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্ট থেকে চুরি হওয়া বিপুল পরিমাণ মালামাল সোমবার নৌবাহিনীর অভিযানে উদ্ধার হয়েছে। মহেশখালী উপজেলার মগডেইল গ্রামের আবু সালেহ নামক এক ব্যক্তির বাড়ি থেকে এই মালামাল উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) নৌবাহিনীর গোয়েন্দা সংস্থার দেওয়া গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
অভিযানে জেনারেটর, রেফ্রিজারেটর, পাম্প, ব্যাটারি, অগ্নিনির্বাপণী উপকরণ, কম্পিউটারের বিভিন্ন পার্টস, প্রিন্টার, পানির পাইপ, ফ্যান, গ্রিজার, রিবল্ভিং চেয়ার, সাবমারসিবল পাম্প, পোর্টেবল বেডের ফ্রেম, টিন, এ্যাংগেল বার ও ট্রান্সফর্মারসহ বিভিন্ন ধরনের মালামাল উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, একটি চক্র দীর্ঘদিন ধরে মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্ট থেকে বিভিন্ন সময়ে এই মালামাল চুরি করে আবু সালেহের বাড়িতে লুকিয়ে রাখছিল। উদ্ধার হওয়া মালামাল পরবর্তী ব্যবস্থা জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপূর্ণ এলাকাসমূহে অবৈধ অস্ত্র উদ্ধারসহ সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতে নিয়ন্ত্রণে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করে যাচ্ছে। এই অভিযান তারই একটি প্রমাণ।
উল্লেখ্য, মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্ট দেশের বৃহত্তম কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র। এই বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়।