সত্যের মৃত্যু নেই
বি এ চৌধুরী বেলাল
সত্যের মৃত্যু নেই
এ কথা জেনো,
একা পেয়ে তোমায়
বলে যেন-তেনো।
ভয় কি তোমার
থাকো যদি সৎ,
স্বার্থের এ দুনিয়ায়
আসুক বিপদাপদ।
সুযোগ পেয়ে তোমার
মিথ্যা বুল ছড়ায়,
সত্যকে চাপা দিয়ে
ভালো মন্দ মিশায়।
ভুলে ভরা ঘিরে ধরা
আশেপাশে ছিলো যারা
সুযোগে দুর্বল ভেবে
ফায়দা লুটে নিল তারা।
দিনটা হয়তো আজকে তাদের
পরের দিন পালাবে,
জানবে যেদিন সত্যটা
অন্ধকারে লুকাবে।
মিথ্যা সে তো মরীচিকা
মুছে যাবে সহসা
ছিলো যারা তাদের দলে
দেখবে তুমি তামাশা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।