বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন ওলামা দলের চট্টগ্রাম বিভাগীয় কর্মী সম্মেলন উপলক্ষে প্রস্তুতীমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২অক্টোবর) বিকেলে চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যালয়ে আগামী ১৯শে অক্টোবর বিভাগীয় কর্মী সম্মেলন কে সফল করার লক্ষে এক প্রস্তুতীমূলক সভা অনুষ্ঠিত হয়।
জাতীয়তাবাদী ওলামা দলের কর্মী সম্মেলনের আহবায়ক মাওলানা শহিদ উল্লাহ চিশতির সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা জয়নাল আবেদীনের সঞ্চালনায় এসময় মাওলানা মো. জাবের হোসেন, মাও. রফিকুল্লাহ হামিদি, মাও. কাজী এমএ হান্নান জিলানী, মাও. মুস্তাফিজুর রহমান, মাও. আবুল কাসেম, মাও. মহিউদ্দিন পুকুরী, মাও. নেসার উদ্দিন আহমদ, মাও. নোমান ফারুকী, হাফেজ মো. সাইফুল ইসলাম, মুফতি মো. আব্দুর রহমান আল কাদেরী ও মাও. মো. শরিফ উল্লাহসহ চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবার জেলা ওলামা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তব্যে বক্তারা বলেন, গত ১৬বছর বাংলাদেশের আলেম সমাজ অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে দেশবাসী নতুন এক বাংলাদেশ পেয়েছে। আগামী ১৯শে অক্টোবর চট্টগ্রাম মহানগরে আমারা ইনশাআল্লাহ একটি সফল কর্মী সম্মেলন উপহার দিব।
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত