নাটোরের নলডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোছাঃ খাদিজা নামের দেড় বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। এ সময় সাতজন অটো রিক্সা যাত্রী ও আহত হয়েছেন।
সোমবার(১৪ অক্টোবর) দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার হরিদাখলসী কুমিল্লা পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত খাদিজা একই এলাকার মোঃ আব্দুল আউয়ালের মেয়ে।
এলাকাবাসী এবং প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার সমসখলসি গ্রামের আব্দুস সালাম এর ছেলে অটোচালক মোঃ মোজাফফর আজ দুপুর ১২ টার দিকে কয়েকজন যাত্রী নিয়ে নাটোর শহরের দিকে যাচ্ছিলেন। দুপুর সাড়ে বারোটার দিকে হরিদাখলসী কুমিল্লা পাড়া এলাকায় পৌঁছালে বাড়ির সামনে পাকা রাস্তার পাশে খেলাধুলা করার সময় শিশু খাদিজা রাস্তা পার হতে গিয়ে অটো নিচে পড়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। এসময় বাড়ির লোকজন বাচ্চাটিকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই মারা যায়। পরে শিশু বাচ্চাটির মৃতদেহ বাড়িতে নিয়ে আসে। শিশুটিকে বাঁচাতে গিয়ে অটো রিক্সাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে অটো রিক্সা চালক মোজাফফর সহ সমসখলসী গ্রামের অজ্ঞাতনামা সাত জন যাত্রী আহত হন । স্থানীয় তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত