আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে রাঙামাটির নানিয়ারচরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যে দিবসটি পালিত হয়।
সোমবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে একটি র্যালী বের হয়। র্যালীটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় উপজেলা পরিষদে শেষ হয়।
র্যালী শেষে নিজ কার্যালয়ে নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমুল এহসান খানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুপ্তশ্রী সাহা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. রুবেল রানা, নির্বাচন কর্মকর্তা ভূপতি রঞ্জন চাকমাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল বন্যায় প্লাবিত হয়েছে। মানবসৃষ্ট দুর্যোগ বিষয়ে আমাদের কে আরো সচেতন হতে হবে।