ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় কৃষি প্রণোদনার কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকাল ৩.৩০ টায় উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে
বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস । এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মোঃ আরিফুজ্জামান।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে, ২০২৪-২০২৫ অর্থ বছরে রবি মৌসুমে সরিষা, গম, ভূট্টা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারী, অড়হড় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৭ হাজার ৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
এসময় অতিরিক্ত কৃষি অফিসার মোঃ আবুল হাসনাত, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার অভিজিত ঘোষ,সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার উপজেলার শ্যামল কুমার বিশ্বাস সহ বিভিন্ন দপ্তরের প্রধান সহ কৃষক ও উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।