চলছে ১৫ অক্টোবর দিনাজপুরের বীরগঞ্জের গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে বসতে চলেছে পছন্দের জীবনসঙ্গী খোঁজার মেলা৷ ২০০ বছরের ঐতিহ্য মেনে প্রতিবারই বসে এ মেলা। সমাগম হয় দূরদূরান্ত থেকে আসা তরুণ-তরুণীদের। একে অন্যকে পছন্দ হয়ে গেলে পারিবারিকভাবে ধুমধাম করে দেয়া হয় বিয়ে।
যারা এখনো জীবনসঙ্গী খুঁজে পাননি, দিনাজপুরকে চোখ বন্ধ করে শ্বশুরবাড়ি করে নিন। যৌতুক বা আইনের জটিলতাও নেই। এতে অনেকে জীবন সঙ্গী হিসেবে খুঁজে পেয়েছেন। আজকে তাদের আজকে সন্ধ্যা ই ধুমধাম করে বিয়ে খেতে আসছে অনেক আত্মীয় স্বজন।
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত