ঢাকাবৃহস্পতিবার , ১৭ অক্টোবর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় পুনর্বাসনের দাবিতে জিয়া কলোনির ১৩৬ পরিবারের মানববন্ধন

আনোয়ার হোসেন আনু কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
অক্টোবর ১৭, ২০২৪ ১০:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

পটুয়াখালীর কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামের বেড়িবাঁধের উপর পায়রা বন্দর কর্তৃক রাস্তা নির্মানে জিয়া কলোনীর ১৩৬ পরিবার উচ্ছেদের আগে পুনর্বাসনের দাবিতে মানববন্ধন করেছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ১১ টায় পায়রা বন্দরের মূল ফটকের সামনে এসব পরিবারের সদস্যরা মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তব্য দেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য জসিম প্যাদা, মোঃ ইব্রাহীম, মোঃ অলি, আলো বেগম, লাইলি বেগম, বৃদ্ধা সালেহা বেগম ও মনোয়ারা প্রমুখ। বক্তারা পরিবার-পরিজন নিয়ে বসবাস করার উপযোগী কোনো জায়গায় পুনর্বাসন করে তারপর উচ্ছেদের দাবি জানান।
টিয়াখালী গ্রামের পায়রা পোর্ট গেট থেকে সৈয়দ নজরুল ইসলাম সেতু পর্যন্ত বেড়িবাঁধটি প্রশস্তকরণের কাজ শুরু হওয়ায় এসব পরিবার উচ্ছেদ শঙ্কায় পড়েছে। তারা এখন পরিবার-পরিজন নিয়ে কোথায় যাবেন তা ভেবে অনেকে বক্তব্যে কান্না জুড়ে দেন।

বক্তারা আরো বলেন, আমরা ভূমিহীন আমাদের হঠাৎ করে উচ্ছেদের কথা জানালে আমরা কোথায় দাড়াবো। আমাদের আগে কোন নোটিশ না দিয়ে বেকুয়া, বুলডোজার নিয়ে ঘর ভাঙতে যায়। সরকারে জমি দরকার হলে দিবো কিন্তু আমাদের পুনর্বাসন করে দেওয়া হোক।

মানববন্ধন শেষে জিয়া কলোনির চার সদস্যর প্রতিনিধি বন্দর চেয়ারম্যান এ্যাডমিরাল আব্দুল্লাহ আল মামুন এর সাথে দেখা করে দাবীনামা পেশ করেন। এসময় বন্দর চেয়ারম্যান বলেন, আপনাদের এই দাবী সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিস, পানি উন্নয়ন বোর্ড, ডিসি অফিস সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানাবো।

আরো বলেন, অধিগ্রহণ এবং পুনর্বাসনের যে প্রক্রিয়া তাতে পানি উন্নয়নে জমি পরে না। আপনাদের বিষয়টি আমি মানবিক দিক দেখে দেখছি বলে আশ্বাস দেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।