কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: সনাতন ধর্মের অনুসারীদের মতে ধন-সম্পদ-ঐশ্বর্যের দেবী লক্ষী। এছাড়া তিনি হলেন জ্ঞান, আলো, সৌভাগ্য, উর্বরতা, দানশীলতা, সাহস ও সৌন্দর্যের প্রতীক। তাই দেবী দূর্গাকে বিদায়ের পর পটুয়াখালীর কলাপাড়ায় সনাতন ধর্মালম্বীদের ঘরে ঘরে উদযাপিত হচ্ছে লক্ষীপূজা।
গতকাল বুধবার রাত সোয়া আটটায় নারায়ন পূজার মধ্যদিয়ে লক্ষীপূজার আনুষ্ঠানিকতা শুরু করা হয়। এসময় আলপনা ও লক্ষীর পায়ের ছাপ দিয়ে সাজিয়ে তোলা হয় ঘরের আঙিনা। কলা বউ সাজিয়ে ঠাকুরের মাধ্যমে ফুল,ফল ও মিষ্টি দিয়ে মায়ের আরাধনা করা হয়। পরে লক্ষীর পাচালী শেষে প্রসাদ হিসেবে অতিথিদের নারকেলের নাড়ু, চিড়ার মোয়া ও খৈর মোয়াসহ মিষ্টি জাতীয় খাদ্য প্রদান করা হবে। ###
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।