ঢাকাশনিবার , ১৯ অক্টোবর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নানিয়ারচরে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস টিকাদান সম্পর্কে সমন্বয় সভা

রাঙামাটি প্রতিনিধিঃ
অক্টোবর ১৯, ২০২৪ ৩:২০ পূর্বাহ্ণ
Link Copied!

রাঙামাটির নানিয়ারচরে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের টিকাদান সম্পর্কে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে নির্বাহী অফিসারের কার্যালয়ে এতে প্রধান অতিথি ছিলেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমুল এহসান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার কর্মকর্তা ডা. আলতাফ হোসেনের সভাপতিত্বে এসময় নানিয়ারচর উপজেলা শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম, নানিয়ারচর সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঙ্গদ চাকমা, নানিয়ারচর সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুল বিকাশ চাকমা, থানার অফিসার ইনচার্জ প্রতিনিধি এসআই মাহাবুবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বক্তব্যে প্রধান অতিথি বলেন, জাতীয় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস টিকাদান কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে সরকার। আপনারা স্ব স্ব অবস্থান থেকে এই কর্মসূচি বাস্তবায়নে কাজ করে যাবেন। ৯ম ও দশম শ্রেণি পড়–য়া কিশোরী শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে নির্বাহী অফিসার এসময় এই রোগের লক্ষণ, ক্ষতিকর প্রভাব এবং এর প্রতিকার সম্পর্কে সহপাঠিদের সাথে আলোচনা করতে পরামর্শ দেন।

সভাপতির বক্তব্যে ডা. আলতাফ বলেন, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস একটি মারাত্মক সংক্রামক ব্যাধি। এর ফলে মৃত্যু ও হতে পারে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর অধিনে ইতোমধ্যে ঢাকা বিভাগে এইচপিভি টিকাদান কার্যক্রম টি সফলভাবে সম্পন্ন হয়েছে। আগামী ২৪ অক্টোবর হতে দেশের ৭টি উপজেলা ও থানা পর্যায়ে এইচপিভি টিকাদান কর্মসূচি পালন করবে স্বাস্থ্য বিভাগ। এইচপিভি টিকাদান নিশ্চিত এসময় শিক্ষার্থীদের কে রেজিস্ট্রেশন করতে হবে বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।