স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)র পরিকল্পনা, ডিজাইন ও গবেষণা ইউনিটের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (গ্রেড-২) পদে কর্মরত জ্যেষ্ঠ কর্মকর্তা গোপাল কৃষ্ণ দেবনাথকে চলতি দায়িত্বের অতিরিক্ত হিসেবে অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর ‘রুটিন দায়িত্ব’ প্রদান করা হয়েছে।
গতকাল ১৯ অক্টোবর শনিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ উন্নয়ন-১ শাখার সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত অফিস আদেশে (নম্বর: ৪৬,০০,০০০০.০৬৭.১২.০০৫.১৮-৭৬৯) পুনরাদেশ না দেয়া পর্যন্ত ‘রুটিন দায়িত্ব’ প্রদানের কথা উল্লেখ করা হয়।
এর আগে মো. আলি আখতার হোসেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালন করেন। তার চাকুরী থেকে অবসত্তোর পদ শুন্য হলে জ্যেষ্ঠতার ভিত্তিতে গোপাল কৃষ্ণ দেবনাথকে প্রধান প্রকৌশলীর ‘রুটিন দায়িত্ব’ প্রদান করা হলো।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।