ঢাকারবিবার , ২০ অক্টোবর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

তাড়াশে জমি দখল নিয়ে সংর্ঘষে ২ জন আহত

রফিকুল ইসলাম তাড়াশ , সিরাজগঞ্জ।
অক্টোবর ২০, ২০২৪ ১১:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জের তাড়াশের সীমান্তবর্তী পিপুলসন গ্রামের বিবাদমান জমি দখল নিয়ে এক সংর্ঘষে দু’জন মারাত্মক আহত হয়েছে। আহতদের প্রথমে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতেলে ভর্তি করা হয়। আহতরা হলেন উপজেলার তালম আদার পাড়া গ্রামের মৃত বরাত আলী সরকারের ছেলে মো. বিদ্যুৎ সরকার (৩০), মোবারক সরকারের ছেলে মো. গোলাম রাব্বানী সরকার (৩৫)।
ঘটনা সূত্রে জানা গেছে, তাড়াশ উপজেলার সীমান্তবর্তি পিপুলসন গ্রামের মো. আবু বকর মন্ডল গংয়ের সাথে তালম আদার পাড়া গ্রামের মৃত বরাত আলী সরকারের ছেলে মো. বিদ্যুৎ সরকার গংয়ের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে রবিবার সকালে মো. বিদ্যুৎ সরকার গংয়ের লোকজন ওই বিবাদমান জমি দখল নেয়ার জন্য জমিতে যায় এবং জমির আইলে গাছ লাগাতে থাকে। এ সময় আবু বকর মন্ডল গংয়ের মো. আবু বকর, আব্দুর রাজ্জাক, আব্দুল মতিন, মনিরুল ইসলাম, জালাল উদ্দিনসহ ১০ থেকে ১৫ জনের একটি সংঘ বদ্ধ দল আর্ককিত হামলা চালায়। হামলায় মো. বিদ্যুৎ সরকার ও গোলাম রাব্বানী সরকার মারাত্মক আহত হন।
এ ব্যাপারে আবু বকর মন্ডলের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।