স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)র পরিকল্পনা, ডিজাইন ও গবেষণা ইউনিটের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (গ্রেড-২) পদে কর্মরত জ্যেষ্ঠ কর্মকর্তা গোপাল কৃষ্ণ দেবনাথকে চলতি দায়িত্বের অতিরিক্ত হিসেবে অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর ‘রুটিন দায়িত্ব’ প্রদান করা হয়েছে।
গতকাল ১৯ অক্টোবর শনিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ উন্নয়ন-১ শাখার সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত অফিস আদেশে (নম্বর: ৪৬,০০,০০০০.০৬৭.১২.০০৫.১৮-৭৬৯) পুনরাদেশ না দেয়া পর্যন্ত ‘রুটিন দায়িত্ব’ প্রদানের কথা উল্লেখ করা হয়।
এর আগে মো. আলি আখতার হোসেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালন করেন। তার চাকুরী থেকে অবসত্তোর পদ শুন্য হলে জ্যেষ্ঠতার ভিত্তিতে গোপাল কৃষ্ণ দেবনাথকে প্রধান প্রকৌশলীর ‘রুটিন দায়িত্ব’ প্রদান করা হলো।
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত