কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা প্রেস ক্লাবের ১৮ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর ২০২৪ইং) উপজেলার কমপ্লেক্সে চৌদ্দগ্রামের কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে এক সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়। এ সময় উপস্থিত সকল সাংবাদিক সদস্যদের মৌখিক ভোটে দৈনিক ইত্তেফাকের চৌদ্দগ্রাম প্রতিনিধি সাংবাদিক মোঃ মাহবুবুর রহমান মিয়াজী-কে সভাপতি, দৈনিক যুগান্তরের প্রতিনিধি সাংবাদিক আবুল কালাম মজুমদার-কে সাধারণ সম্পাদক এবং সাপ্তাহিক রেনেসাঁ’র নির্বাহী সম্পাদক সাংবাদিক মীর হোসেন মোল্লা-কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
উক্ত সাধারন সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে ১৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয় এবং নতুন কমিটির নেতৃত্বে চৌদ্দগ্রাম উপজেলা প্রেস ক্লাবের নতুন সদস্য অর্ন্তভূক্ত করার বিষয়েও সিদ্ধান্ত গৃহিত হয়। উক্ত কমিটি আগামী তিন বছরের জন্য অনুমোদন দেওয়া হয়।