ছাত্র জনতা ও গণতন্ত্র হত্যাকারী স্বৈরাচারী খুনি হাসিনার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচারের দাবিতে বায়েজিদ থানা কমিটির উদ্যেগে মহানগরে আয়োজনে জাতীয় পার্টি(কাজী জাফর) বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২২ অক্টোবর ) বিকেল ৫ ঘটিকার সময় নাসিরাবাদ এলাকার টেকনিক্যাল মোড় থেকে টেক্সটাইল এলাকা পর্যন্ত এই বিক্ষোভ মিছিল করা হয়।
চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টি(কাজী জাফর) এর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নবী নেত্রীতে,বায়েজিদ থানা কমিটির সভাপতিত্বে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ বক্তিতা দিয়ে আনুষ্ঠান শেষ করেন,।
সভাপতি মোহামামদ বেলাল বলেন আওয়ালী সন্ত্রসীরা চট্টগ্রামে আবারো মাথাছাড়া দিয়ে উঠতে চাচ্ছে, আমরা তা শক্ত হাতে প্রতিহত করবো এবং নেতা কর্মীদের সজাগ থাকার আহবান জানাচ্ছি যাতে করে তারা যেন চট্টগ্রাম সংগঠিত হতে না পারে সেদিকে আমাদের কে সজাগ থাকতে হবে। সভাপতি আরো বলেন বর্তমান সরকাররে প্রতি আহবান বর্তমানে দ্রবোমূল্যে দাম সহনিয় পর্যয়ে রাখার জন্য যাতে সাধারণ মানুষ নিত্যপণ্য ক্রয় ক্ষমতার ভিতরে থাকে এবং মানুষ সাভাবিক জীবন যাপন করতে পারে। এতে আরো উপস্থিত থাকেন সহ সভাপতি মোহাম্মদ সুলতান আহামেদ,সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রশিদ, শাহিন হোসেন, মাহদি হাসান,মিরাজ হাওলাদার,মোহাম্মদ ভুট্ট মিয়া সহ থানা কমিটির নেত্রীবৃন্দ।