ঢাকামঙ্গলবার , ২২ অক্টোবর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

তাড়াশ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি গ্রেফতার

রফিকুল ইসলাম তাড়াশ, সিরাজগঞ্জ।
অক্টোবর ২২, ২০২৪ ৭:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার বিকেলে ঢাকার রামপুরার একটি বাসা থেকে র‌্যাব -১২’র একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেন। পরে সোমবার রাতেই তাড়াশ থানায় তাকে সোর্পদ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন।
গ্রেফতারকৃত আসামী মনিরুজ্জামান মনি উপজেলার দোবিলা গ্রামের মৃত রহমত উল্লাহর ছেলে। তিনি উপজেলা চেয়ারম্যানের পাশাপাশি তাড়াশ অনার্স কলেজের অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, উপজেলার বারুহাঁস ইউনিয়নের বিনোদপুর খেলার মাঠে ২০১৮ সালে ১১ সেপ্টেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ও সিরাজগঞ্জ-৩ আসনের চার বারের নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী প্রচারণা চলাকালে, তার গাড়ী বহরে হামলা, ভাঙচুর ও হত্যা চেষ্টায় মামলায় এজাহার ভুক্ত আসামী হওয়ায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকালে অধ্যক্ষ মনিরুজ্জামান মনিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।