ঢাকামঙ্গলবার , ২২ অক্টোবর ২০২৪
  1. অপরাধ
  2. আজ দেশজুড়ে
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. কবিতা
  7. কৃষি সংবাদ
  8. ক্যাম্পাস
  9. খাদ্য ও পুষ্টি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. চট্টগ্রাম
  13. ছড়া
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

রাঙামাটিতে সনাকের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

রাঙামাটি প্রতিনিধিঃ
অক্টোবর ২২, ২০২৪ ৩:৫৯ অপরাহ্ণ
Link Copied!

জেলা শিক্ষা অফিসারের সাথে রাঙামাটিতে সচেতন নাগরিক কমিটি (সনাক) এর অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার মান উন্নয়নের লক্ষে এই সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে জেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটির সিভিল সার্জন ড. নূয়েন খীসা।

সনাক সভাপতি প্রফেসর বাঞ্ছিতা চাকমার সভাপতিত্বে ও টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর বেনজিন চাকমার সঞ্চালনায় এসময় শহিদ আব্দুল আলী একাডেমির প্রধান শিক্ষক নজরুল ইসলাম, এজিসি সমন্বয়কারী মাসুদ রানা, বড়াদম সুরবালা স্মৃতি বিদ্যাপীঠের সমন্বয়কারী প্রিভেল চাকমা, সনাক সদস্য গৈরিকা চাকমা ও সীমা দেওয়ানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মৃদুল কান্তি বলেন, এসএসসি পরিক্ষায় শিক্ষার্থীদের ফলাফলের দিকে লক্ষ রাখতে হবে। অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। দূরবর্তী বিদ্যালয় গুলোতে মোবাইল নেটওয়ার্ক সমস্যা, যোগাযোগ সমস্যা, শিক্ষক সঙ্কট, পর্যাপ্ত জনবল নিয়োগসহ নানবিধ সমস্যার কথা তুলে ধরে তিনি এসম সমস্যা দূরিকরণের কথাও উল্লেখ করেন।

প্রফেসর বাঞ্চিতা চাকমা বলেন, সনাক দূর্নীতির বিরুদ্ধে কাজ করে থাকে এবং জনগনকে সচেতন করে তোলার চেষ্টা করে। প্যাকটা প্রকল্পের মাধ্যমে সনাক সচেতনতা সৃষ্টি ও দুনীর্তির বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। কমিউনিটি মনিটরিং এর মাধ্যমে প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে সনাক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিঃ দ্রঃ - বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।