শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর পরিচালক পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. রাশেদ আল মামুন।শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.সুলতান মাহমুদ, উপজেলা প্রাথমিক শিক্ষা মো. অফিসার সিদ্দিকুর রহমান।এসময় মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণও বক্তব্য রাখেন।
আগামী ২৪ অক্টোবর ২০২৪ থেকে ২ নভেম্বর পর্যন্ত এই টিকা প্রদান করা হবে। মাসের প্রথম দুই সপ্তাহ অর্থাৎ ১০ কর্মদিবস স্কুলে এইচপিভি টিকা প্রদান করা হবে। পরবর্তী দুই সপ্তাহ অর্থাৎ আট কর্মদিবস কমিউনিটি ক্লিনিকে টিকা দেয়া হবে। এই টিকা ১০ বছর থেকে ১৪ বছর শিশুকন্যাদের (৫ম থেকে ৯ম শ্রেণি) শিক্ষার্থীদের টিকা দেয়া হবে।