পটুুয়াখালীর কলাপাড়ায় নদী থেকে অবৈধ উপায়ে মাটি কাটার দায়ে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার রাত ১১ টার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া নদী থেকে মাটি কাটার সময় ভেকু মালিক মো.রাশেল সিকদারকে এ জরিমানা করা হয়। এ সময় একটি ভেকু, একটি পল্টন ও ” জিদনী এন্ড সিয়াম “এন্টারপ্রাইজ নামের একটি ট্রলার জব্দ করে থানায় সোর্পদ করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নিবার্হী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো কৌশিক আহম্মেদ।
কলাপাড়া থানার পুলিশের উপ-পরিদর্শক মো.শরিফ হোসেন জাকির বলেন’ জব্দকৃত ভেকু,ট্রলার ও পল্টনটি তার জিম্মায় রাখা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার ভূমি কৌশিক আহমেদ বলেন, অবৈধ উপায়ে একটি চক্র মিঠাগঞ্জ এলাকার নদী থেকে মাটি উত্তোলন করেছিল। আমরা খবর পেয়ে সরেজমিনে গিয়ে মাটি কাটার সরঞ্জাম একটি ভেকু, একটি পল্টন, এবং একটি ট্রলার জব্দ করি এবং মাটি ও বালু তোলা ব্যবস্থাপনা আইনে তাদেরকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।###
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত