জানা গেছে, মঙ্গলবার (২২ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে উপজেলা সড়কে সাবেক এমপিএ মরহুম মফিজ উদ্দিন তালুকদারের বাড়ির সামনে ওই ঘটনা ঘটে। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. সোয়েব ইসলাম হেলাল অভিযোগ করে বলেন, ছাত্রদলের বিক্ষোভ মিছিল বানচাল করতেই ছাত্রলীগের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে আমাদের মিছিলে ওই বোমা হামলার ঘটনা ঘটিয়েছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ষড়যন্ত্র ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে আমতলী উপজেলা ছাত্রদলের আয়োজনে দলের নেতাকর্মীরা রাতে সরকারি কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলা সড়কের সাবেক এমপিএ মরহুম মফিজ উদ্দিন তালুকদারের বাড়ির সামনে আসা মাত্রই সড়কের পাশ থেকে ৭ থেকে ৮ জন মুখোশধারী ছাত্রলীগের সন্ত্রাসীরা পেট্রল বোমার বিস্ফোরণ ঘটায় বলে দাবি করেন উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. সোয়েব ইসলাম হেলাল।
ওই সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই দোকান-পাট বন্ধ হয়ে যায়।