নির্বাচন কমিশনের সাবেক সচিব হেলাল উদ্দিনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আওয়ামী লীগকে অবৈধভাবে ক্ষমতায় আনার ষড়যন্ত্রের মূল হোতা বলে অভিযোগ রয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম কোতোয়ালী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে ঢাকায় একটি মামলা রয়েছে এবং সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
হেলাল উদ্দিন অবসর গ্রহণের আগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
গণমাধ্যমকর্মী এইচএম নজরুল ইসলাম বলেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নষ্টদের কারিগর এই লোকটা।এদের মতো কিছু লোকের কারণে দেশে আজ এত নৈরাজ্য!
হেলাল উদ্দিনের গ্রেপ্তারকে রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকেই মনে করছেন, এই গ্রেপ্তারের মাধ্যমে সরকার নির্বাচন কমিশনে অনিয়মের বিষয়ে তদন্তকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : আল মামুন, নির্বাহী সম্পাদক : ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদক : সোহাগ আরেফীন,
প্রধান কার্যালয় : ৯২, আরামবাগ ক্লাব মার্কেট, মতিঝিল, ঢাকা-১০০০।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত